শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাংবাদিক আব্দুস সামাদ এর  মৃত্যু, কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর প্রেসক্লাবের সাবেক সদস্য সাংবাদিক আব্দুস সামাদ রিপন (৬৮) হঠাৎ  অসুস্থতা হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার  সকালে তিনি উপজেলার ত্রীমোহিনী ইউনিয়নের বরনডালি গ্রামের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তিনি স্ত্রী, ৩ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।
এদিন আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি  আশরাফ-উজ-জামান খান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, আব্দুস সাত্তার মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, সিদ্দিকুর রহমান, কোষাধক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, আয়ুব আলী, মেহেদী হাসান জাহিদ, ওলিয়ার রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও মোতাহার হুসাইন সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ