নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়ি এবং উপজেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালিয়া বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর উত্তেজিত জনতা উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাংচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর ডাকবাংলোর পাশে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির (ক্রয় করা) একটি বাড়িতে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়।
কালিয়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নেভানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
এ ব্যাপারে কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, যখন আওয়ামী লীগ অফিস ভাংচুর ও মুক্তির বাড়িতে আগুনের ঘটনা ঘটে। তখন আমাদের সভা শেষ পর্যায়ে। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানিনা। এর সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নেই।
এছাড়া নড়াইল শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং ৫২ থেকে ৭১ এর স্মৃতিফলকসহ ৬টি স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ছাত্র-জনতা। ভাংচুরকৃত এসব স্থাপনার মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫২ থেকে ৭১ এর স্মৃতিফলক এবং বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা পরিষদের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা আওয়ামী লীগের অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল, সদর উপজেলা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল, নড়াইল পৌরসভার গেটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি এবং নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সামনে ৫২ থেকে ৭১ এর স্মৃতিফলক।

