কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ওই মিছিল বের করেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তারা চেয়ারম্যানের কার্যালয়ে তালা মেরে দেয়। তবে পরিষদের সেবা কার্যক্রম স্বাভাবিক ভাবে চলেছে।
মিছিলে অংশগ্রহণকরীরা জানান, ২০১৬ সালে আমজাদ হোসেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে প্রভাব খাটিয়ে ইউনিয়নের একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায়, দুর্নীতি ও আনিয়ম ও সালিশের নামে আর্থ আত্মসাত করে আসছেন। তার অত্যাচারে আমরা ইউনিয়নবসী অতিষ্ঠ হয়ে উঠেছি। এ কারনে তার অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
আন্দোলনের উপস্থিত ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের আব্দুল আজিজ মোড়লের ছেলে ও ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওজিয়ার রহমান জানান, ২০১৭ সালে চেয়ারম্যান আমজাদ হোসেন তার অসুস্থ বোনকে চিকিৎসা করানোর জন্য আমার কাছ থেকে ৭ লাখ টাকা হাওলাত নেয়। আজ অবধি আমি তার কাছ থেকে ওই টাকা আদায় করতে ব্যর্থ হয়েছি। আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় সে দলীয় প্রভাব খাটিয়ে আমার হাওলাত দেওয়া টাকা আজও ফেরত দেয়নি। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে তার কাছে আমার পাওনা টাকা চাইলে সে আমাকে পুলিশ দিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করার হুমকি দেয়।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই গত রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্থানীয় সাধারণ জনগণ চেয়ারম্যানের কার্যালয়ে তালা মেরে দিয়েছে।

