শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহের চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রোববার দলটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন ঝিনাইদহ ১ (শৈলকূপা) আসনে উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান, ঝিনাইদহ ২ (সদর-হরিনাকুন্ডু) আসনে জেলা আমির অধ্যাপক আলী আজম মাঃ আবুবকর, ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান ও ঝিনাইদহ-৪ আসনে কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু তালেব।
ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করবে কেন্দ্র এর অংশ হিসেবে ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। দলীয় ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পরে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দুর্নীতি, শোষণ-পীড়ন, ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।

আরো পড়ুন

সর্বশেষ