পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক সহায়তার চেক পেয়েছে পাইকগাছার দুস্থ ও অসহায় ব্যক্তিরা। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার ১০ ব্যক্তিকে ১৭ লাখ টাকার চেক প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুস সালাম কেরু, কাজল কান্তি বিশ^াস, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রনজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, জেলা যুবলীগনেতা শামীম সরকার, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগনেতা তানজীম মোস্তাফিজ বাচ্চু ও রায়হান পারভেজ রনি।
এমপি বাবু’র মাধ্যমে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তা চেক পেলো পাইকগাছার দুস্থ ও অসহায় ব্যক্তিরা

