নিজস্ব প্রতিবেদক:
যশোর শহর তলীর ধর্মতলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে নজরুল ইসলাম সভাপতি এবং মাসুদুর রহমান টিটো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯৩ জন ভোটারের মধ্যে ৯১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে নজরুল ইসলাম ৭০ ভোট পেয়ে ৮ম বারের মত সভাপতি নিবাচিত হয়েছেন। এ পদে তার একমাত্র প্রতিদ্ব›িদ্ধ আছাদুজ্জামান পেয়েছেন মাত্র ১৮ ভোট। এই পদে ৩টি ভোট বাতিল হয়েছে।
সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান টিটো ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ সহিদুল ইসলাম পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থীর হাফিজুর রহমান পেয়েছেন ১৩ ভোট। এপদে বাতিল হয়েছে ৬ ভোট । ভোট দানে বিরত ছিলেন ৪ জন।
এছাড়া সহ-সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে শাহাবুদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ পদে ৫৮ পেয়ে আলাউদ্দিন মীর নির্বাচিত হয়েছেন এবং নির্বাহী সদস্যের ৪ পদে আমির হোসেন ৬৩ ভোট,রফিকুল গাজী ৫৮, আলম চৌধুরী টুকু ৫৬ এবং তোষার হোসেন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।সন্ধ্যায় গণনা শেষে ফলাফল ঘোষনা করেন আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এসময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

