নিজস্ব প্রতিনিধি: গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার এম এম কলেজ প্রাঙ্গনে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানালো যশোরবাসী। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে শুক্রবার এম.এম কলেজ শহীদ মিনারে স্বতস্ফূর্ত ভাবে মানুষ শহীদদের স্মরণ করে।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে স্মৃতির মিনারে জড়ো হন আপামর জনতা। প্রথম প্রহরেই হাজার হাজার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ফুলেল শ্রদ্ধা জানান। পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্র্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানায়। হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় শহীদ মিনার চত্তর। শ্রদ্ধা জানায়, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে নেতৃবৃন্দ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সম্বন্বয়ক রাশেদ খানের নেতৃেত্বে শ্রদ্ধায় স্বরণ করে বীর শহীদদের। জেলা পরিষদ, যশোর পৌরসভা, সিআইডি, আনসার ভিডিপি, যশোর শিক্ষাবোর্ড, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, যশোর কেন্দ্রীয় কারাগার, যশোর এলজিইডি, সড়ক বিভাগ যশোর,যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যশোর কাস্টমস কমিশনার কার্যালয়, যশোর হাসপাতাল, যশোর গণপূর্ত বিভাগ, যশোর সামাজিক বন বিভাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার,আঞ্চলিক পাসপোর্ট অফিস, যশোর জেলা স্কুলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

