রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

তালা প্রেসক্লাবে অধ‍্যাপক ইজ্জত উল্লাহর মতবিনিময়

আরো খবর

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস‍্য ও সাতক্ষীরা -১ ( তালা-কলারোয়ার) সংসদ সদস‍্য প্রার্থী অধ‍্যাপক ইজ্জত উল্লাহ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সকালে তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় করেন তিনি।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, দেশ ও জাতি পরিচালনার ক্ষেত্রে রাজনিতিবিদদের পাশাপাশি সাংবাদিকের গুরুত্ব অপরিসীম। রাজনীতিবিদ ও সাংবাদিক যদি একসাথে কাজ করে তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব হবে। তালা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের বিষয় তিনি বলেন, আল্লাহ্ যদি রহমত করেন তাহলে তালা প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়ন ও সাংবাদিকদের বিষয় আমি বিবেচনা অবশ‍্যই করব।
এসময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সেক্রেটারি মাও: শহিদুল ইসলাম, তালা উপজেলা আমির মফিদুল্লাহ হক, তালা উপজেলা সুরাহ কর্মপরিষদের সদস‍্য ইউপি চেয়ারম্যান গোলাম ফারুখ, উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ফারুক জোয়াদ্দার, মোস্তাফিজুর রহমান রেন্টু, সেলিম হায়দার, এম এ ফয়সাল, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, অর্জুন বিশ্বাস, কাজী আরিফুল হক ভুলু উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ