শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধ

আরো খবর

মোঃ আলফাত হোসেন: ভূমি দস্যু ওহাব আলী কর্তৃক হামলা ও তার দোসর হাফিজ কর্তৃক ভূমিহীনদের নামে  মিথ্যা সংবাদের প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভূমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে  কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ভূমিহীনদের ওপর হামলা এবং সম্পদ দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
স্থানীয় ভূমিহীন নেতা সেকেন্দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এলাকাবাসীর মধ্যে  মো. আলম হোসেন, জাকির হোসেন মীর আশরাফ, ইছাক পাড়, আব্দুল হালিম শহিদুল ইসলাম সহ আরও অনেকে।
এসময়  বক্তারা বলেন  দীর্ঘদিন যাবৎ একটি চক্র ক্ষমতার প্রভাব খাটিয়ে  এলাকার দরিদ্র মানুষকে নির্যাতন করে আসছে দীর্ঘদিন যাবৎ। অবিলম্বে তাদের সম্পত্তি ফিরিয়ে না দিলে  ও হামলার সুষ্ঠু বিচার না করলে   কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
মানববন্ধন শেষে শতাধিক ভূমিহীন অসহায় মানুষ সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন

সর্বশেষ