শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণা, প্রতারকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আরো খবর

সিদ্দিকুর রহমান ,কেশবপুর (যশোর):
কেশবপুরে এক প্রধান শিক্ষককে গোয়েন্দা সংস্থার নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা ও মিথ্যা পরিচয় দেয়ায় শামীম আশরাফ (৩০) কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের পাশ থেকে তাকে হাতেনাতে ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ তাকে ওই কারাদন্ড প্রদান করেন। গোয়েন্দা সংস্থার পরিচয়দানকারী শামীম আশরাফ যশোরের শার্শা উপজেলার বারপোতা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
জানা গেছে, উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর নিকট মুঠোফোনে শামীম আশরাফ নামে ওই ব্যক্তি ঢাকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তদন্ত করতে আসবেন বলে জানান।
পরবর্তীতে বৃহস্পতিবার তাকে কেশবপুর উপজেলা পরিষদ এলাকায় দেখা করতে বলেন প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। এ বিষয়টি তিনি যশোরের গোয়েন্দা সংস্থাকে জানিয়ে রাখেন। বৃহ¯পতিবার দুপুরে ওই ব্যক্তি আসলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ভুয়া পরিচয়দানকারী শামীম আশরাফ হাতেনাতে ধরে পড়ে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম আশরাফ নামে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ