শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে সখিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন তিনি।

 

 

এসময় ভোক্তা পর্যায়ে বাজারে জিনিসপত্রের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার উপরে গুরুত্ব আরোপ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম, খাদ্যে অপদ্রব্য মেশানো সহ বিভিন্ন বিষয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের দোকান সহ বিভিন্ন দোকান মনিটরিং করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে কেউ কারসাজি করে বাজারে জিনিসপত্রের দাম বাড়তি মূল্যে বিক্রয় করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে কাঁচা বাজার সহ মুদি দোকানের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

 

 

এদিকে বৃহস্পতিবার অভিযানে সখিপুর বাজারের একটি হোটেল পরিচালক নয়ন বিশ্বাসকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ২৫শ টাকা জরিমানা করেন। এছাড়া দক্ষিণ সখিপুরের আইনক্রিমের কারখানা মালিক আরশাদ আলীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪২ ধারায় ১০ হাজার টাকা এবং আব্দুর রহীমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির আহবায়ক ও উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, সখিপুর বাজার কমিটির সভাপতি ও বাজার মনিটরিং কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা জিয়াউর রহমান জিয়া, সখিপুর বাজার মনিটরিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ