মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশন করাতে গিয়ে উৎস ভট্টাচার্য নামের (১৭) এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে । উৎস উপজেলার ছোট রায় গ্রামের উজ্জল ভট্টাচার্যের ছেলে ও সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র ।
জানা যায় , কলেজ ছাত্র উৎসের নাকের পলিপাস অপারেশন করার জন্য তার পরিবার বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) শহরের ফাতেমা ডায়াগনষ্টিক হাসপাতালে ভর্তি করায় । পরে ডাঃ রাজিবুল ইসলাম শুক্রবার ভোর ৪ টার দিকে উৎসের নাকের পলিপাস অপারেশন করেন । অপারেশনের পর সকাল ১০ দিকে উৎসের অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে সে মারা যায় ।
এ ব্যাপারে ছোট রায় গ্রামের বাসিন্দা ও শিক্ষক পলাশ মুখার্জ্জি বলেন , প্রচুর রক্তপাতে সমস্যার সৃষ্টি হয়েছে । রক্তপাতের পরও তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়নি ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার জানান , এ ব্যাপারে এখানো কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

