ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর অঙ্গাত নামা (৩৮) এক পুরুষের লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাজারহাট ধোপাপাড়া রেললাইনের পাশ থেকে লাশ টি উদ্ধার কারা হয়। লাশ টি এখান যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এস আই) চন্চাল অঙ্গাত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

