শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণচেষ্টা, দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত আটক

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
যশোরে কন্যা সন্তানকে জিম্মি করে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসান নামের এক যুবককে আটক পুলিশ‌। অভিযুক্ত হাসান উপশহর এলাকার শফিউল্লার মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে। উপশহর পুলিশ ফাঁড়ি সদস্যরা তাকে আটক করে।
 পুলিশ জানায় ছোট ভাইয়ের বন্ধু হাসান গত রোববার রাত ৯টার দিকে বিরামপুর এলাকার এক নারীর বাড়িতে আসে। সে জানায়,তার ফোনে চার্জ নেই এবং চার্জ দেওয়ার জন্য সে বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর,ভিকটিম পাশের রান্নাঘরে যান। কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে আসেন ওই নারী। তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে।
সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ওই নারী নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়। পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার মধ্যেই মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়।
আটক হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ