প্রতিনিধি
বিভিন্ন সময়ে অবৈধ ভাবে প্রবেশের কারনে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার অপরাধে সেদেশ থেকে আজ বুধবার বিকেলে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তিন নারীকে ফেরত পাঠিয়েছে বিএসএফ।বুধবার বিকেলে সাড়ে তিনটার দিকে ৩ জন নারীকে ভারতের বিএসএফ বাংলাদেশ বিজিবির কাছে পুশ ব্যাক করেন। বিভিন্ন সময় বিভিন্ন রুট দিয়ে তারা বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করে এবং ভারতের পুলিশ কর্তৃক তাদেরকে আটক করা হয়।পরবর্তীতে দুই দেশের হাই কমিশনের সমন্বয়ে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হয়। পুশব্যাক হওয়া নারীরা হচ্ছে, ফরিদপুর জেলা সদরের নুরু শেখের মেয়ে সাদিয়া আক্তার,মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রঘুনন্দনপুরের তৈয়ব আলীর মেয়ে তানজিলা আক্তার, ও মাদারীপুর জেলার রাজৈর থানার শেখেরপাড়া গ্রামের নান্নু মোল্লার মেয়ে লামিয়া আক্তার রিয়া। তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বিএসএফ ও বিজিবি উপস্থিতিতে বাংলাদেশে পুশব্যাক করা হয়।#
৩ বাংলাদেশী নারী কে বিএসএফ কর্তৃক পুশব্যাক

