বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা হত্যা মামলার পলাতক প্রধান আসামী অপু মোড়লকে ৪৩দিনপর নারায়নগঞ্জ থেকে আটক করা হয়েছে। বুধবার রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাথে শার্শা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম। আটক অপু হোসেন মোড়ল (৩০) শার্শা উপজেলার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।
পুলিশ জানায়,বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদ ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করেন।
ওসি কেএম রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারী দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিঁপড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুনকে (৭০) পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল। এ ঘটনার পরপরই হত্যাকারী ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

