নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
সম্প্রতি ভারতে মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্র, যুব ও জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম, জেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম ম শফিউর রহমান শফিউল্লাহ, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা শামীম আহমেদ।
বক্তারা বলেন, আমরা বাংলাদেশে হিন্দু- মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। আমাদের দেশে একজন হিন্দুকেও ধর্মীয় কারনে হত্যা করা হয়নি। কিন্তু ভারতে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, কিন্তু ভারতে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নেই।
অপরদিকে, ইসরাইল ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে গণহত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জাতিসংঘের আশু হস্তক্ষেপ কামনা করছি।

