রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বনবিভাগ

আরো খবর

শ্যামনগর প্রতিনিধিঃ  শিকারীর ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
শনিবার সকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে হরিণটি সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, কা‌টেশ্বর টহল ফাড়ির সদস্যরা টহলের সময় তাঁরা সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারীদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করে দলটি। এসময় ওই স্থান থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়।
তিনি জানান, বনের ভেতরে শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া হরিণটিকে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ