বেনাপোল প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধার পর থেকে টানা ০৯দিন স্থলবন্দর বেনাপোল দিয়ে বন্ধ হয়ে গেল আমদানি রফতানি। ফলে দুপার বন্দর অভ্যান্তরে আটকা পড়েছে শহস্রাধিক পন্যবাহি ট্রাক।
শবে কদর,ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি সবমিলিয়ে টানা ৯দিন ছুটির ফাঁদে পড়লো বন্দরের আমদানি রফতানি বানিজ্য। তবে এ সময়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত থাকবে স্বাভাবিক। তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে ঈদের দিন বাদে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার নির্দেশনা দিয়েছে।
বেনাপোল শুল্কভবনের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন,এবার ৩১মার্চ সোমবার ঈদুল ফিতরের তারিখ ধরে এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। শবে কদরেরও ছুটিও সেদিন। বৃহস্পতিবার কাজ হয়েছে কম। অনেকে আগেই চলে গেছে ছুটিতে।। ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হয়েছে। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা। বুধ্মবার ছিল স্বাধীনতা দিবসেরন ছুটি। সব মিলিয়ে আগামী ৬ এপ্রিল (রোববার)।থেকে চালু হবে পোর্ট।টানা ছুটির কারণে ট্রাকের জট বাড়বে বলে আশঙ্কা করছেন বন্দর সংশ্লিষ্টরা।
ছুটির এ কয়দিন কাস্টমস ও বন্দরের কাজ বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।

