সমীর রায়, আশাশুনি : আশাশুনির আনুলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে আনুলিয়া ইউনিয়নের নয়াখালি গ্রামের ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে এ ত্রাণ ও জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্বাবধানে ত্রাণ ও মেডিকেল দল জরুরি খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাওয়ার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি ও দিয়াশলাই। এর আগে ৩ এপ্রিল অনুরূপ ভাবে এ ত্রাণ ও জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিল।
নৌবাহিনীর লে. কমাণ্ডার সোহেল রানা জানান, আনুলিয়ার এ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের ত্রাণ ও জরুরী চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

