বেনাপোল প্রতিনিধি:
টানা ৯ দিন ছুটির পর বেনাপোল বন্দরে ফিরে এসছে কর্মচঞ্চল্য। রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শতাধিক রফতানিবাহি ট্রাক প্রবেশ করেছে বন্দর কার্গো ইয়ার্ডে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।রোববার সকাল থেকেই শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় বাড়ছে পন্যবাহি ট্রাক। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও শুরু হয়েছে বানিজ্য।
পোর্ট চালু হওয়ায় খুশি বলে জানান বন্দরের সাথে সংশ্লিষ্ট আমিনুর রহমান ও জাহিদ হোসেন। তারা বলেন, কার্য্যক্রম চালু হওয়াতে কর্মচাঞ্চ্য ফিরেছে বন্দরে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা৯ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধেরবর সকাল থেকে এ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। পণ্য খালাস হচ্ছে।প্রথম দিনে শতাধিক পণ্যবাহী ট্রাক ওপার থেকে বেনাপোলে প্রবেশ করেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদে টানা ৯দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক। যাত্রীদের চাপ ছিল কম।
টানা কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন কাজ চলমান থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

