মনিরামপুর প্রতিনিধি:যশোরের মনিরামপুরে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে মনিরামপুর থানা এ সভার আয়োজন করে।
মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আক্তারের সঞ্চালনায় জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল ইমদাদুল হক, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী অধ্যাপক মোঃ মহিবুল্লাহসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন,”ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা আজ আমাদের সমাজের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমি দৃঢ়ভাবে বলতে চাই—এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আইন অনুযায়ী এসব অপরাধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন,অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে সচেতন সমাজের কোন বিকল্প নেই’।শুধুমাত্র আইন প্রয়োগই যথেষ্ট নয়, আমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

