আশাশুনি প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জরুরি সহায়তা নিয়ে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নেতৃত্বে সাতক্ষীরা ০৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ শহীদুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, আক্তারুল ইসলাম, সদস্য সম হেদায়েতুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী, আসিফুর রহমান তুহিন, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বিএনপি নেতা জাকির হোসেন বাবু, আজহারুল ইসলাম মন্টু, মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, রাজীব হোসেন রাজু, রিয়াজুল মোল্যাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়ে বানভাসী দের খোঁজ খবর নেন।
সবশেষে জেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিনি, পেয়াজ, পানি এবং ৯০ পরিবারকে ২৭ হাজার টাকা প্রদান করা হয়।

