নিজস্ব প্রতিনিধি:
প্রতারণা মামলায় যশোরের সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশকে দেড় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলায় অভিযোগ ছিল, জমি বিক্রির নামে টাকা নিয়ে রেজিস্ট্রি না করে প্রতারণা করেন পলাশ। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

