নিজস্ব প্রতিবেদক:
যশোরে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার শহর ও শহরতলীতে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ।
এদিন সাবেক এমপি শাহীন চাকলাদার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও যুবলীগ নেতা শফিকুজ্জামান জুয়েলের বাড়িতে অভিযান পরিচালিত হয়েছে জানাগেছে।
যশোর জেলা গোয়েন্দা শাখার একটি সূত্র জানিয়েছে, তাদের কয়েকটি টিম ও কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিমসহ আইন প্রয়োগকারী সংস্থা এ অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাদক সন্ত্রাস বিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে ডিবি থেকে। সূত্রের দাবি অভিযানে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ ঘরানার অনেক নেতা কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে বেশ কয়েকজন আটক হয়েছেন বলেও তথ্য মিলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের বাড়িতে, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল এবং যুবনেতা শফিকুজ্জামান জুয়েলের বাড়ি খানিক সময় ঘিরে রাখে পুলিশ। তাদের ব্যাপারে খোঁজ খবর নেয় অভিযানিক টিম। তারা ওই বাড়িতে কাজকর্ম করা লোকজনের সাথেও কথা বলেন। তবে এ সময় এ তিনজনের কেউই বাড়িতে ছিলেন না।এছাড়া আরো কয়েক নেতার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে, আত্মগোনে থাকায় অনেক নেতাকর্মীকে পায়নি পুলিশ।
যশোর শহরের কাজীপাড়া, পুরাতন কসবা, বারান্দিপাড়া, সিটি কলেজপাড়া, চাঁচড়া রায়পাড়া, বিরামপুর, উপশহর, খোলাডাঙ্গা, ধর্মতলা, পালবাড়ি, ষষ্টিতলাপাড়া, শংকরপুর, রেলগেট, বেজপাড়া, আরএন রোড, খড়কী, কারবালা এলাকাসহ কয়েকটি স্পটের নেতাকর্মীর বাড়িতে অভিযান পারিচালিত হয়েছে।
এ ব্যাপারে যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন মামলার আসামি আটক করতে অপরাধ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু আওয়ামী ঘরানার লোকজনের বাড়িতে অভিযান চলছে এমনটি নয়। অভিযান চলমান রয়েছে। অভিযানে আটককৃতদের তথ্য পরে জানানো হবে। চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অপ্রতিরোধ্য সিন্ডিকেটগুলোর দিকেও নজরদারি করছে পুলিশ। সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদে বিরুদ্ধে এ অভিযান চলছে।

