রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে রোববার সকালে দড়াটানা ভৈরব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

সমাবেশের নেতৃত্ব দেন সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রমেল ও জুনাইদ বিন জামান। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে নিউমার্কেট চত্বর হয়ে দড়াটানা ভৈরব চত্বরে পৌঁছান। সেখানে তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক রিফাত হোসেন, সাধারণ শিক্ষার্থী সুজন আলী ও আলাউদ্দিন। এ ছাড়া কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট, বিসিএমসি কলেজ এবং মুসলিম এইডের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

 

শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরো পড়ুন

সর্বশেষ