রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে কৃষকের গোয়াল থেকে ৬ গরু চুরি

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে রবিবার রাতে এক কৃষকের গোয়াল থেকে ৬টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কড়িয়াখালী গ্রামের কৃষক রইস উদ্দীনের বাড়িতে।
এলাকাবাসী জানায়, চোরেরা ওই কৃষকের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। কৃষক রইস উদ্দীন বলেন, চোরেরা তাঁর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গাভী, ২টি এঁড়ে ও ১টি বকনা গরু চুরি করেছে। গরুগুলোর মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, চুরির বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ