রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে শিশুশিল্পীদের আঁকা ছবিতে চিত্র প্রদর্শনী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে শিশুশিল্পীদের আঁকা ছবি নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক চিত্র প্রদর্শনী। শুক্রবার সকাল ১১ টায় শহরের রূপগঞ্জ বাঁধাঘাট এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘চারুনীড়’।

প্রদর্শনীতে অংশ নেয় শতাধিক শিশুশিল্পী। অস্থায়ীভাবে তৈরি গ্যালারিতে স্থান পায় শিশুদের আঁকা গ্রামীণ জীবনযাত্রার নানা চিত্র, যেমন- নবান্নের উৎসব, ধান কাটা, জেলে পল্লি, পালকিতে বিয়ে, গরুর গাড়ি, শীতের পিঠা তৈরি, রস সংগ্রহ, নানা প্রজাতির পাখি, পত্রবিহীন গাছে ফুটে থাকা শিমুল পলাশ ফুলসহ শিশুদের কল্পনায় উঠে আসা গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে এসব ছবিতে।

 

চিত্র প্রদর্শনীতে ছবি আঁকতে আসা ২য় শ্রেণীর শিক্ষার্থী আকাশ বিশ্বাস বলেন, আমি এখানে ছবি আঁকতে এসেছি। আমার আঁকা একটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছবিটিতে আমি গ্রামীণ জনপদের কিছু চিত্র তুলে ধরেছি। আজকের আঁকা ছবিতে গাছ, ঘর, কৃষক ধান মাথায় করে বাড়ি আনছে এগুলো এঁকেছি।

আরেক শিশু শিল্পী সাদিয়া মুন্নী বলেন, ছবি আঁকতে আমার ভালো লাগে। মায়ের সাথে বাঁধা ঘাটে আমি ছবি আঁকতে এসেছি। আমার আঁকা ছবিতে ‘পালকিতে বসে থাকা নববধূকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে’।
প্রদর্শনী দেখতে আসা সাবিহা ইয়াসমিন বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক।

 

তাছাড়াও শিশুদের আঁকা ছবি প্রদর্শনীতে দেখে শিশুসহ তাঁদের অভিভাবকেরা অনেক উৎসাহিত হবে।
চারুনীড়ের আয়োজক নাজমুল হাসান লিজা বলেন, শিশুরা অনেক সময় ছবি আঁকে প্রতিযোগিতার জন্য। কিন্তু প্রথম তিন জন ছাড়া বাকিদের ছবি খুব একটা দেখা যায় না। আমরা চাই, সবাই নিজেদের আঁকা ছবি দেখে আনন্দ পাক। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন।

আরো পড়ুন

সর্বশেষ