একাত্তর ডেস্ক:::
দীর্ঘ২৬মাস পর রবিবার (২৯ মে) থেকে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন কলিকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে। বেনাপোল রেল ষ্টেশনে চলছে ঝাড়া মোছার কাজ। ট্রেন চালুতে খুশি যাত্রী ও স্থানীয়রা-বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের বেনাপোল রেল স্টেশনের মাস্টার মো.সাইদুজ্জামান।
বেনাপোল রেলওয়ে স্টেশন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,করোনা মহামারির মধ্যে২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়। সংক্রমণ কমায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধই ছিল। এরআগে, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর। ট্রেনটির ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা–খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার। বাংলাদেশ থেকে বৃহস্পতি ও রবিবার দুই দিন এই ট্রেন ছেড়ে যায়। ভারত থেকে আসে দুই দিন। বেনাপোল রেল ষ্টেশনে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর যাত্রীরা সরাসরি খুলনা ও কলকাতার মধ্যে যাতায়াত করতে পারেন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আবার বিকালে খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরে যায়।
বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন,২৯ মে থেকে ফের বন্ধন এক্সপ্রেস চালু হচ্ছে। ভাড়া ভ্রমণ করসহ দেড় হাজার ও দুই হাজার টাকা। যাত্রী সেবায় সব ধরনের প্রস্ততি রয়েছে তাদের। প্রায় ২৬ মাস পর ফের ট্রেনটি চলাচল করবে এখবরে স্থানীয়দের মধ্যেও বিইছে খুশি হাওয়া। দু দেশের মধ্যে সোহার্দ সম্প্রীতির অংশ হিসাবে রেল যাত্রা হবে আনন্দের।
একাত্তর/কামাল

