শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে  নারী ধর্ষণের ঘটনায় মামলা

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: যশোরে এক নারী সহকর্মীকে (২১) ধর্ষণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় ওই নারী কোতয়ালি থানায় রানা মিয়া (২৫) নামে তার কমর্ীকে আসামি করে একটি মামলা করেছেন। রানা মিয়া শহরের নীলগঞ্জ তাতী পাড়ার মৃত লাকীর বাড়ির নিচতলার ভাড়টিয়া।

ওই নারী এজাহারে উল্লেখ করেছেন, তিনি ও আসামি বকচর হুশতলার একটি অটিজম ও এনডিডি সেবাকেন্দ্রে চাকরি করেন। তারা পাশাপাশি ফ্ল্যাটে থাকেন। তার বাবা-মা ঢাকায় থাকেন। সে কারনে প্রায় সময় তিনি বাড়িতে একা থাকেন। আসামি অফিসে ও বাড়িতে থাকা কালীন প্রায় সময় কুপ্রস্তাব দিতো। তার বাসায়ও যাতায়াত করতো। বাড়িতে কু প্রস্তাব দেয়ায় তিনি রাজি হননি।

এ কারনে তার ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। গত ২০ এপ্রিল রাত ১২টার দিকে আসামি তার ফ্ল্যাটে ঢুকে জোর করে মুখ চেপে তার ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর মোবাইল কেড়ে নিয়ে উড়গনা দিয়ে হাত-পা বেঁধে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে ওই রাতে পাশের ফ্ল্যাটের একজন নারী তাকে ফোন  দেয়। কিন্তু বিষয়টি কাউকে জানালে প্রাণে শেষ করে দেবে বলে হুমকি দেয়। পরে তিনি ওই নারীকে জানিয়ে থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর রানা মিয়ার খেঁাজ খবর নেয়া শুরু হয়েছে। সে পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ