কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের আব্দুল্লাহ আল নুহাদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে বিষয় ভিত্তিক গণিত কুইজে প্রথম স্থান অধিকার করেছে। সে গত মঙ্গলবার খুলনা বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। সে কেশবপুর উপজেলার সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলার সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন বলেন, নুহাদ এর আগে উপজেলা ও জেলা পর্যায়ে অংশ গ্রহণ করে গণিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল। সে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সুরাইয়া ইয়াসমিন সুমি ও উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানের একমাত্র ছেলে। নুহাদ শ্রেণি পরীক্ষায় সব সময় গণিতে সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে।
এ ব্যাপারে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব বলেন, আব্দুল্লাহ আল নুহাদ এবার জাতীয় পর্যায়ে গণিত কুইজে ঢাকায় অংশ নিবে। নুহাদ গণিতে খুবই মেধাবী একজন শিক্ষার্থী।

