নিজস্ব প্রতিবেদক:৬ই মে মনিরামপুর ভূমি অফিসের গোল চত্বরে এক গণশুনানি আয়োজন করা হয়। এ সময় মনিরামপুর উপজেলার সহকারী ভূমি অফিসার নিয়াজ মাখদুম ভূমি সংক্রান্ত প্রায় সমস্যা দ্রুত নিষ্পত্তি করেন। এ ধরনের উদ্যোগে উপস্থিত সেবা গ্রাহিতারা তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নিয়াজ মাখদুম জানিয়েছেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করা। আমরা চাই সবাই জমির খাজনা নিয়মিত প্রদান করুন এবং জমি সংক্রান্ত সকল কাজ দালাল ছাড়াই নিজেরাই করুন।”
প্রতি সোম, মঙ্গল এবং বুধবার সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১ঃ০০ টা পর্যন্ত (বিশেষ দ্বায়িত্ব ব্যতীত) উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থিত গোলঘরে নামজারি, মিসকেস, অভিযোগ এবং অন্যান্য সকল ভূমি সেবা সংক্রান্ত শুনানি গ্রহণ করা হচ্ছে।
এই গণশুনানি মনিরামপুরে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। নিয়াজ মাখদুম তার অফিসকে আরও সেবামূলক করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং জনগণকে সেবা প্রদানে সর্বদা প্রস্তুত আছেন।

