নিজস্ব প্রতিবেদক :
জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতির পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ মে রাত আনুমানিক ৮:৩০ টার দিকে জয়পুর বাজারে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে অংশ নেয় শহীদ ইকবাল গ্রুপ এবং আসাদুজ্জামান মিন্টুর গ্রুপ, যারা স্থানীয়ভাবে শক্তিশালী দুইটি গ্রুপ হিসেবে পরিচিত।
জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতির পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ মে রাত আনুমানিক ৮:৩০ টার দিকে জয়পুর বাজারে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে অংশ নেয় শহীদ ইকবাল গ্রুপ এবং আসাদুজ্জামান মিন্টুর গ্রুপ, যারা স্থানীয়ভাবে শক্তিশালী দুইটি গ্রুপ হিসেবে পরিচিত।
সংঘর্ষের মূল কারণ ছিল ফারুক হোসেন এবং মুসা গ্রুপের অপু ও জামায়াতের আলমগীরের মধ্যে সভাপতির পদ নিয়ে বিরোধ। ফারুক হোসেন শহীদ ইকবাল গ্রুপের হয়ে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এই সংঘর্ষে জয়পুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাক সরদারের ছেলে মোহাম্মদ আখতার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।
আখতার হোসেনের নিকট আত্মীয় রিয়াদ হোসেন জানান, জয়পুর বাজারে ইকবাল গ্রুপের হাফিজুর ও কাদের এর সাথে মুসা গ্রুপের ইনামুল ও জোবায়ের ব্যক্তির মধ্যে মারামারি শুরু হয়।পরবর্তীতে তার মামাতো ভাই এনামুল হক বিজয় কে না পেয়ে তার মামা আখতার হোসেন আকস্মিকভাবে হামলার শিকার হন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

