নিজস্ব প্রতিবেদক:যশোরের মণিরামপুরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার হন ১৮ বছর বয়সী যুবক হাসান আলী।হাসান আলী মুন্সিখানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
যিনি কসমেটিক্স ডিলারের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্রের আঘাত করে এবং ডেলিভারি পণ্য বাবদ অর্জিত টাকা ছিনতাই করে পালিয়ে যায়। বর্তমানে হাসান আলী মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, যেখানে তার হাতে ও গলায় মোট ১০টি সেলাই করা হয়েছে।
জানা যায়, ঘটনাটি ঘটে রাত প্রায় ১০:৪০ মিনিটে, যখন হাসান আলী কাজ শেষে ডিলার পয়েন্টে ফেরার পথে ছিলেন। খানপুর নতুনহাট বটতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মোঃ শরীফ তোহা নামের এক যুবক প্রথমে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানান। তিনি মোটরসাইকেলে ফেরার সময় রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখে বিচলিত হয়ে জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা হাসানকে হাসপাতালে নিয়ে যান।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার জানান, হাসানকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হলেও আঘাত গুরুতর নয়। চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ঘটনার খবর শুনে ৮ ই মে বেলা ১১ টার দিকে মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়ে ছিনতাইয়ের কবলে পড়া আহত যুবকের সার্বিক খোজ খবর নেন।
অন্যদিকে, মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার কারণ উদঘাটন ও দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা আশা করছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

