শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আইএস বিভাগের শিক্ষার্থী নাজনীনের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

আরো খবর

 

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী নাজনীন আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

 

গতকাল শনিবার টনসিলের অপারেশনের সময় অ্যানেসথেসিয়া পরবর্তী জটিলতা তৈরি হলে উন্নত চিকিৎসার জন্য নাজনীন আক্তারকে খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে নাজনীনের শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি যশোর শহরের পালবাড়ি এলাকায়। তাঁর অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

এক শোক বাণীতে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির এআইএস বিভাগের মেধাবী শিক্ষার্থী নাজনীনের অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে যবিপ্রবি একজন মেধাবী শিক্ষার্থী হারিয়েছে। তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা পূরণ হওয়ার নয়। আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

এদিকে নাজনীনের অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক সমিতি ও কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, এআইএস বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ