শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মহিলা দলের সমাবেশে অমিত: সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন”

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের লালদিঘির পাড়ের পূর্ব পাশে সোনালী ব্যাংকের পেছনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি হেলেনা পারভিন।
দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা এবং তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে’ আয়োজিত এ সমাবেশে প্রায় ২০০ থেকে ২৫০ নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,“বিগত সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হলেও রাজপথ ছাড়েনি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এখনও রাজপথে আছি।আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,“যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে,তবে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। দলের কোনো কর্মী যেন কোনো অপকর্মে না জড়ায় সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”

আরো পড়ুন

সর্বশেষ