শার্শা প্রতিনিধি:
যশোরের বেনাপোলে পুলিশ অভিযান চালিয়ে নাইমুজ্জামান (২৫) নামে ৫ মামলার আসামিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) বিকালে যশোর কোতয়ালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাইমুজ্জামান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।
পুলিশ জানায়,পলাতক আসামি বেনাপোল থেকে যশোর কোতয়ালী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে বেনাপোল পোর্ট থানা ও যশোর কোতয়ালী থানার যৌথ অভিযান চালিয়ে ০৫ (পাঁচ) টি সিআর পরোয়ানা ভুক্ত আসামি নাইমুজ্জামানকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

