শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশি আটক

আরো খবর

শার্শা প্রতিনিধি:ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

শনিবার সকালে ভারত সীমান্তঅতিক্রম করে বেনাপোল ধান্যখোলা জেলেপাড়া এলাকার প্রবেশকালে  তাদের আটক করা হযেছে বলে নিশ্চিত করেছেন যশোর৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান.ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টে কর্তব্যরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জেলেপাড়া এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন- পাবনার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের জাহিদুল ইসলাম (২২) ও সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের জহিরুল ইসলাম (২২)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পাঁচ বছর আগে ভারতে গিয়েছিলেন। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

আরো পড়ুন

সর্বশেষ