মো:রফিকুল ইসলাম,নড়াইল:
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গফফার এর বিরুদ্ধে ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক,কর্মচারী ও হাসপাতাল থেকে রোগীদের প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে আসা চিহৃিত দালালদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারের প্রতিনিধি’রা নড়াইল সদর হাসপাতালে প্রবেশ না করতে পারা ও হাসপাতাল থেকে দালাল মুক্ত করাই কাল হয়ে দাড়িয়েছে তত্ত্বাবধায়ক আব্দুল গফফারের। নড়াইল সদর হাসপাতালে প্রতিনিয়তই দালাল মুক্ত করতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গফফার এর সহযোগিতায় প্রতিনিয়তই চলে প্রশাসনের অভিযান।
অভিযানে একাধীক ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে দালালদের আটক করে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন,ভ্রাম্যমাণ আদালত। নড়াইল সদর হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে এবং হাসপাতালে আসা অসহায় রোগীদেরকে দালাল চক্র’রা হাসপাতাল থেকে রোগীদের ভালো সেবা পাওয়ার নানা প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গলাকাটা সেবা দেয়।
হাসপাতালে আসা রোগীদের ক্ষতিগ্রস্থ না করার জন্য প্রতিনিয়তই জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন এবং অফিস চলাকালীন সময়ে ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে প্রতিনিধীরা কোনো ভাবেই হাসপাতালে প্রবেশ করে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না বলে চিঠি ইশু করে সকল ক্লিনিক এবং ডায়াগনিষ্টিক সেন্টারের মালিকদের সতর্ক করেন,তত্ত্বাবধায়ক আব্দুল গফফার।
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গফফার গণমাধ্যম কর্মিদের জানান,হাসপাতাল থেকে ১০০ গজের মধ্যে কোন ক্লিনিক বা ডায়াগনিষ্টিক সেন্টার থাকতে পারবে না,এমন নিয়ম থাকলেও হাসপাতালে সামনেই ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে,ক্লিনিক এবং ডায়াগনিষ্টিক সেন্টার,এ বিষয়ে দেখার কেউ নেই। নড়াইল ক্রাইম নিউজের অনুসন্ধানে বেরিয়ে আশে চাঞ্চল কর সব তথ্য,দেখা যায়,১২ মে সোমবার সকালে নড়াইল সদর হাসপাতাল গেটের সামনে-রুপগঞ্জ সড়কে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন ও ড্রাগ সমিতি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায়,বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি বিদ্যুৎ সান্ন্যালের সভাপতিত্বে,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন,সংগঠনের সাধারন সম্পাদক এসএম সাজ্জাদ হোসেন,সাবেক সভাপতি তরিকুল ইসলাম তরিক,মো: সোহেল রানা,কামরুল বিশ্বাসসহ আরো অনেকে।
এসময় সদর হাসপাতাল গেটের সামনে ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার মালিকসহ তাদের কর্মচারিদের এবং চিহ্নিত দালালদের নিয়ে মানববন্ধন করেন এবং তত্ত্বাবধায়ক আব্দুল গফফারের অপসারণের দাবিসহ তার বিরুদ্ধে মোখিক নানা অভিযোগ তুলে ধরলেও কোনো সঠিক তথ্য সাংবাদিকদের সামনে দেখাতে পারেননি মানববন্ধন কারীরা।

