শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে চাঞ্চল্যকর এমপি আনার হত্যার এক বছর পার হলেও শুরু হয়নি বিচার প্রক্রিয়া 

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহ ৪ আসনের (কালীগঞ্জ ও সদরের একাংশ) সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ ও হত্যার ১ বছর পূর্ণ হলো আজ ।
এমপি আনার হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৯ জন আটক হয়েছে । যার মধ্যে কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূইয়া , তানভির ভূইয়া , শিলাস্তি রহমান ঢাকা থেকে আটক হয় , পরে খাগড়াছড়ি থেকে ফয়সাল ও মুস্তফিজ, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু , গ্যাস বাবু , কোলকাতা থেকে কসাই জিহাদ ও সিয়াম আটক হয় । তবে এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন এখনো আটক হয়নি ।
কি হয়েছিল সেদিন ? ২০২৪ সালের  ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারত গিয়ে কোলকাতার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন তিনি । ১৩ মে সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন । এ ঘটনায় তার কনিষ্ঠ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন ১৯ মে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান । ঘটনা কেন্দ্র করে শেরে বাংলা নগর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন এমপি কন্যা।
এরপর কোলকাতার নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের বিউ ৫৬ ফ্ল্যাট থেকে ২২ মে দেহংশের আলামত উদ্ধার করে কোলকাতা পুলিশ । সে সময় কোলকাতা সিআইডি প্রধান অখিলেশ চর্তুবেদী এমপি আনার হত্যার বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেন। তবে এ মৃত্যু নিয়ে ধোয়াশা তৈরী হতে থাকে । কসাই জিহাদকে নিয়ে বাগজোলা খাল থেকে হাড় ও ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে ৪ কেজি মাংশের টুকরা উদ্ধার করা হয় । সে সময় এমপির হাত পা বাঁধা ও মুখে কাপড় জড়ানো অবস্থায় চেয়ারে বসা একটি ছবি গনমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ।
এমপি আনারের হত্যা নিশ্চিত হতে ২০২৪ সালের নভেম্বরের শেষ দিকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য তার স্ত্রী ইয়াসমিন ফেরদৌস , ভাই এনামুল হক ও কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে কোলকাতায় ডাকা হয় । তবে তার মেয়েই কেবল কোলকাতা গিয়েছিলেন ।
২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নিশ্চিত করে উদ্ধার হওয়া মাংশের সাথে ডরিনের ডিএনএ মিলেছে এবং এমপি আনার হত্যাকান্ডের শিকার হয়েছেন । ডিএনএ নমুনার ব্যাপারটি কোলকাতার বাংলাদেশ উপ দূতাবাসও নিশ্চিত করে তখন।
জানাজা ও দলীয় অবস্থা – এমপি আনার হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত হলেও গায়েবানা জানাজা বা ধর্মীয় কোন আনুষ্ঠানিকতা সম্পূর্ন করেনি তার পরিবার ও দলের নেতাকর্মীরা । তবে ফেসবুকে শোক প্রকাশ করতে দেখা গেছে অনেক নেতাকর্মীকে ।

আরো পড়ুন

সর্বশেষ