শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে বয়ারসিং চ্যানেলে ভাসমান বিওপি উদ্বোধন কালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান,বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে নাগরিক পুশইনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা।
এ বিষয়ে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।(১৭ ই মে শনিবার সুন্দরবনের বয়ারসিং চ্যানেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৃতীয় ভাসমান বিওপির উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিকবার অবৈধভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি বলেন, ভারত যেন এই ধরনের পুশইনের পুনরাবৃত্তি করতে না পারে, সে জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে, যাতে কোনোভাবে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ সহজ না হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইতিমধ্যে যেসব ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশইন করা হয়েছে, তাদেরকে যাচাই-বাছাই শেষে অবশ্যই ফেরত পাঠানো হবে।

