শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে “বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন ” নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আনার 

আরো খবর

একাত্তর ডেস্ক::

কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আজ বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, ইউপি চেয়ারম্যান ওহুদুজ্জামান ওদু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা এবং প্রায় ৪০ টিরও অধিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানগণ।কোরিয়ার অর্থায়নে নির্মীত দ্বিতল এই ভবনের নিচতলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এবং দোতালায় শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেওয়ার জন্য অত্যাধুনিক কম্পিউটার  ল্যাব করা হবে । ইতিমধ্যে প্রথম পর্যায়ে দেশের ১২৫  টি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিক্ষা ভবন এর  নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে  আরো ১৬০ টি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় আজ আনুষ্ঠানিকভাবে এই ভবন নির্মাণ কাজ শুরু হলো।মূলত ডিজিটাল বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আইসিটি নির্ভর শিক্ষা ব্যাবস্থাকে বেগবান করার লক্ষ্যে উপজেলার শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে এই ভবন অগ্রনী ভুমিকা রাখবে।ভবন নির্মাণ উদ্ভোধন শেষে এক বক্তব্যে সাংসদ আনোয়ারুল আজীম আনার বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  দেশের সকল অবকাঠামো এবং সেবা ডিজিটাল করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবন নির্মাণের এই উদ্যোগ। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে এবং দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশেকে এগিয়ে নেওয়ার কাজ।
একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ