রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

সত্য প্রকাশে সাংবাদিকদের আপোষহীন হতে হবে – প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের সত্য প্রকাশে আপোষহীন হতে হবে। সত্য মিথ্যার সংমিশ্রনে সাংবাদিকতা করার দিন শেষ। সাদা কে সাদা আর কালোকে কালো বলতে হবে। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটা সমাজের প্রতি চরম লেদায়বদ্ধতার জায়গা রয়েছে সাংবাদিকতায়।

 

তাই রাষ্ট্র ও সমাজ জীবনে মুক্ত স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। আর এ কারনেই সাংবাদিকতা ও সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। যে কোন বিষয়ে জনমত গঠনে সাংবাদিকতার কোন বিকল্প নেই। তিনি বলেন, বিভাজনের রাজনীতি আমাদের জাতিকে ধ্বংস করছ্ েআর সেই ছোঁয়া লেগেছে দেশের সকল পেশাজীবীদের মধ্যে।

 

যা থেকে সাংবাদিক সমাজও মুক্ত নয়। সাংবাদিক ইউৃনিয়ন গুলোর নেতৃত্বের চেয়ারে যারা বসে আছেন বা যারা অতীতে ছিলেন তাদের মধ্যে আমিত্ব বোধ বেশী করে কাজ করার কারনে এই পেশার গ্রাসরুট লেভেলে কোন পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি।

শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর। এছাড়া যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌল্লাহ, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভার প্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার নূর ইসলাম, জেইউজের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ যশোরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ