নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলমের স্মরণে প্রেসক্লাব যশোরের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের আরএম সাইফুল আলম মুকুল সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা,সাবেক সহসভাপতি আনায়ারুল কবির নান্টু, বর্তমান সহসভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, আকরামুজ্জামান ,যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল,সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন। এসময় প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সৈয়দ শাহাবুদ্দিন আলমসহ প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোক্তার আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ।

