শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে মাটির নিচ থেকে শত বছর আগের জোড়া মূর্তি উদ্ধার

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্ৰামে খইতলায় রাস্তার পুনঃনির্মাণ মাটি খননের সময় প্রায় ১০ কেজি ওজনের পোড়ামাটির তৈরি সনাতন ধর্মাবলম্বীদের হরিচাঁদ ঠাকুরের জোড়া মূর্তি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ মে) দুপুরের দিকে মূর্তিটি পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, পাঁচ কাটিয়া গ্রামের খইতলায় রাস্তার মাটি খননের সময় পাওয়া গেছে, পরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উদ্ধারকৃত জোড়া মূর্তির পূজাও করেন।
স্থানীয় সুশান্ত মন্ডল জানান, উদ্ধার হওয়া জোড়া মূর্তি শ্রী হরি চাঁদ ঠাকুরের। যার ওজন প্রায় ১০ কেজি। আরেক স্থানীয় প্রহ্লাদ বক্সী বলেন খবর পেয়ে খইতলায় মোড়ে এসে জোড়া মূর্তি দেখে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক দিপু মন্ডল জানান, এটি পোড়ামাটিরই মূর্তি এবং এলাকায় প্রচারিত আছে যেখানে মূর্তিটি পাওয়া গেছে ওই স্থানে ব্রিটিশ আমলে পূজা হতো।
পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। উদ্ধার হওয়া মূর্তিটি ওই সময়কারও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ