কেশবপুর ( যশোর )প্রতিনিধি:
যশোরের কেশবপুরে এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। শনিবার সকালে ওই চেয়ারম্যানের অপসারণের দাবিতে উপজেলার ১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষিপ্ত জনতা পরিষদে তালা ঝুলিয়ে দেয়।
জানা গেছে, বিগত ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলার ১ নং ত্রিমোহিনী ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এস এম আনিসুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির প্রতিরোধের মুখে কেশবপুর উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানরা অপসারিত হলেও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান ছিলেন বহাল তবিয়তে ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় গরিবদের জন্য সরকারি বরাদ্দ ১০ কেজি চাউল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগের কারণে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ফুসে ওঠে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। শনিবার সকালে (৩১-০৫-২০২৫)ওই চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এ সময় বিক্ষিপ্ত জনতা ইউনিয়ন পরিষদের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুল আলম বুলবুল ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ওয়াহিদুর রহমান অন্তু প্রমুখ।
এ সময় চেয়ারম্যান আনিছুর রহমান এর ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই।

