শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুর অফিসার্স ক্লাব নির্বাচনে সেক্রেটারি পদে রেজাউল হক নির্বাচিত

আরো খবর

মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ৯নং ঝাঁপা ইউনিয়নের প্রশাসক জনাব মোঃ রেজাউল হক। গত মঙ্গলবার শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই অভিজ্ঞ সরকারি কর্মকর্তা মোঃ রেজাউল হক এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  বিশ্বজিৎ কুমার ঘোষ।বিকাল ৫:১০ মিনিটে শুরু হয়ে শেষ হয় সন্থেধ্যা ৬:১০ মিনিটে। \
নির্বাচনে ৪৩ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে জানা যায়, ২টি ভোট অবৈধ ঘোষিত হয়। বৈধ ৪১টি ভোটের মধ্যে জনাব রেজাউল হক পান ২২টি ভোট এবং জনাব বিশ্বজিৎ ঘোষ পান ১৯টি ভোট।
প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুব বেশি না থাকায় নির্বাচনের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর অফিসার্স ক্লাবের প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী কর্মকর্তা, ক্লাব সদস্য এবং ৯নং ঝাঁপা ইউনিয়নের সর্বস্তরের জনগণ নবনির্বাচিত সেক্রেটারিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে  মোঃ রেজাউল হক বলেন, “এই বিজয় আমার একার নয়—এটি ক্লাবের সকল সদস্যের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমি কৃতজ্ঞ তাদের প্রতি এবং ভবিষ্যতে অফিসার্স ক্লাবের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “আমি ক্লাবের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে এ দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন।”
মনিরামপুর অফিসার্স ক্লাবের এই নির্বাচন ছিল ক্লাবের গঠনমূলক কাজকে আরও গতিশীল করার এক গুরুত্বপূর্ণ ধাপ। নবনির্বাচিত সেক্রেটারির দক্ষ নেতৃত্বে আগামী দিনে ক্লাব আরও এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ক্লাব সদস্য ও সংশ্লিষ্ট মহলের।

আরো পড়ুন

সর্বশেষ