শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে কলেজ ছাত্রের বিছানার নিচ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর বিছানার নিচ থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রের খবর পেয়ে রবিবার (৮ জুন) রাত সাড়ে ১১ টা থেকে ভোর রাত ৪ টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে এ রাইফেল উদ্ধার করে। তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান। সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান তার মা।

 

 

সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের একটি বার্তায় জানানো হয়েছে, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪ দশমিক ৫ (৪.৫) ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান।

 

গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার বিছানার নিচে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা। পরে উদ্ধাকৃত স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ## ছবি আছে।

আরো পড়ুন

সর্বশেষ