শার্শা প্রতিনিধি :যশোরের শার্শায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ১০ জুন রাত ১০টায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন বাড়ির পাশে বসে ছিলেন, এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা করেছেন। শার্শা থানা পুলিশ এজাহারভুক্ত ২ জনসহ মোট ৪ জনকে আটক করেছে।
শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে লিটনকে হত্যা করা হয়েছে। নিহত লিটনের বিরুদ্ধেও মাদক মামলা ছিল। বিএনপি দাবি করেছে,নিহত লিটন তাদের সক্রিয় কর্মী ছিলেন।
উল্লেখ্য, এর তিন দিন আগে ঈদের রাতে আব্দুল হাই নামে অপর এক বিএনপি কর্মীকে বোমা মেরে হত্যা করা হয়েছিল। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার প্রতিশোধ হিসেবেও লিটনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

