শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ যুবক গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে। বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি চাইনিজ হাতকুড়াল ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নাঈম হোসেন, মেহেদী মোড়ল, মোঃ শাওন হোসেন, ওয়ালিদ ও মেহেদী হাসান আশিক। তারা সকলেই ঝিকরগাছা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বেলাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা শেষে আদালতে পাঠিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ